‘রাজনীতিতে একদল আছে। যারা লোভী। যাদের প্রচুর সম্পত্তি। প্রচুর টাকা। সেই টাকাও আছে ঢাকা। সেই টাকা যাতে বাইরে বেরিয়ে না পড়ে, সে জন্যই সব কারবার।’ নাম না করে এভাবেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অধিকারীদের ছত্রে ছত্রে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামের সভায় তৃণমূল নেত্রী অধিকারীদের নিয়ে কী বলেন তা নিয়ে তীব্র জল্পনা ছিল। সোমবার নদীগ্রামের ভিড়ে ঠাসা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যও শুভেন্দুর নাম করলেন না। কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তিনি এই চ্যালেঞ্জ নিতে তৈরি। এই সূত্রেই মমতা জানিয়েছেন নন্দীগ্রাম থেকে তিনি ভোটে লড়বেন। পাশাপাশি মমতা খোঁচা দিয়েছেন দলবদলুদের।
সরাসরি কাঁথির অধিকারী বাড়ির দিকে নিশানা করেন মমতা। বলেন, ‘৩ ধরনের মানুষ আছেন। লোভী, ভোগী ও ত্যাগী। ত্যাগী তাঁরাই যাঁরা কোনও অবস্থাতেই মায়ের কোল ছেড়ে যাবে না।’ তারপরই মমতার সংযোজন, ‘কারও কারও অনেক টাকা হয়েছে। অনেক অনেক টাকা। সেই টাকা রক্ষা করার জন্যই ওয়াশিং মেশিন পার্টি বিজেপিতে যাচ্ছেন।’ মমতার কথায়, ‘তোমরা যেতেই পারো। তোমাদের সেই স্বাধীনতা আছে। আমি তো বলি গিয়ে ভালই করেছ।’
এদিন মমতা আরও বলেন, ‘তৃণমূল যখন তৈরি হয়েছিল, আজ যারা ছেড়ে যাচ্ছে, তখন কেউ ছিল না। এই আসন থেকে লড়েছিল অখিল গিরি।’ দলবদলুদের প্রতি মমতার বার্তা, ‘তোমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমন কী সারা পৃথিবীর নেতা হও কিন্তু আমি বেঁচে থাকতে বাংলাকে বিজেপির হাতে বিক্রি করতে দেবো না, চ্যালেঞ্জ রইল।’ এর পরেই শুভেন্দুকে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘কেউ কেউ ইধার উধার করছে। চিন্তা করবেন না। আগে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে লড়ে দেখাও।’