আজ নন্দীগ্রামের জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, আজই আউশগ্রামের সভা থেকে প্রধানমন্ত্রীকে ‘বেইমান’ বলে বেনজির কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি অভিযোগের সুরে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে হিংসা করেন নরেন্দ্র মোদী।” চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, বিধানসভা নির্বাচনে ২২০-২৩০ টি আসন পাবেই তৃণমূল।
সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই হাইস্কুলের মাঠে সভা করেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “মোদী বেইমান। উনি কোনও কথা রাখেননি। বলছে, বাংলাকে সোনার বাংলা করবে। আমি বলব, আগে গুজরাতকে সোনার গুজরাত করে দেখাও। দেশের সম্পদ বিক্রি করছে এই সরকার।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, “লকডাউনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ফ্রি চাল দিচ্ছেন। বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসা করছেন সকলেই।”
এছাড়াও, এদিনের সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত বলেন, “মানুষকে পরিষেবা দিন। মানুষের উপকার করুন। তাহলে সকলে পাশে থাকবে। বিজেপি কৃষক, দিনমজুর, বেকারের জন্য কিছুই করেনি। বাংলার জন্যও কিছু করেনি। রবীন্দ্রনাথকে ওঁরা সম্মান করে না। রবীন্দ্রনাথকে বলে ‘বহিরাগত’। বলা হচ্ছে, শান্তিনিকেতনে নাকি রবীন্দ্রনাথের জন্ম!” সভা থেকে এদিন রাজ্যবাসীর উদ্দেশ্যে বীরভূমের তৃণমূল সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার দায়িত্ব না পেলে সব শেষ হয়ে যাবে। বাংলার উন্নয়ন বন্ধ হয়ে যাবে।”