চলতি বছরের প্রথম মাসে আরও একবার বাড়ল জ্বালানি তেলের দাম। যার ফলে নয়া শিখর স্পর্শ করল পেট্রোল। অন্যদিকে, রেকর্ড থেকে সামান্য দূরে থাকলেও ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে ডিজেলের দামও। ক্রমশ এভাবে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় মাথায় হাত সাধারণ মধ্যবিত্ত মানুষের। আর কিছুদিন পর কোথায় গিয়ে দাঁড়াবে পেট্রোল ডিজেলের দাম? এখন সেই চিন্তাতেই নাকাল সবাই।
পেট্রোল-ডিজেলে উৎপাদন শুল্ক রেকর্ড বাড়িয়ে দেওয়ায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে কেন্দ্রের উৎপাদন শুল্ক খাতে রাজস্ব আদায় বেড়েছে ৪৮ শতাংশ! উল্টোদিকে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের। তবুও সরকারের কোনও হেলদোল নেই। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। এমনকি এই নিয়ে বিরোধীদের পাশাপাশি শাসকদলের অভ্যন্তরেও একাধিকবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
পেট্রোলের দাম ইতিমধ্যে শিখরে চলে গিয়েছিল। সাময়িক বিরতির পরে আজ সকালেই, সপ্তাহের প্রথম দিনে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এদিন পেট্রোল ও ডিজেলের দাম গড়ে ২৫ পয়সা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। যার ফলে পেট্রোলের দাম নতুন রেকর্ড গড়েছে। অন্যদিকে, রেকর্ডের কাছাকাছি পৌঁছে গিয়েছে ডিজেলও।