নিজের কেরিয়ারের শুরু থেকে বার্সেলোনার হয়েই তিনি খেলছেন। ইতিমধ্যেই ৭৫০-র উপর ম্যাচ খেলে ফেলেছেন তিনি। তবে এতদিন যা ঘটেনি, এবার সেটাই হল। দীর্ঘ ১৭ বছর বার্সার হয়ে খেলার পর গতকাল প্রথমবার লাল কার্ড দেখতে হল লিওনেল মেসিকে। রবিবার সুপার কাপ ফাইনাল শেষের কয়েক মুহূর্ত আগে হিংসাত্মক আচরণের জন্য লাল কার্ড দেখলেন মেসি। শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিয়ো খতিয়ে দেখবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চার ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন মেসি। এমনকি বার্সেলোনাও হেরে গেল ২-৩ ব্যবধানে।
অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে তখন গোল শোধ করার মরিয়া চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এমন সময়ে বল পাস করার পর মেসির গতিপথ আটকান বিলবাওয়ের আসিয়ের ভিয়ালিব্রে। মরিয়া মেসি তৎক্ষণাৎ চাপড় মেরে ফেলে দেন তাঁকে। রেফারি গিল মানজানো প্রথমে ঘটনাটা খেয়াল করেননি। কিন্তু ভিডিও রিভিউ দেখে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। বার্সেলোনার জার্সিতে ৭৫৩টি ম্যাচ পর এই প্রথম লাল কার্ড দেখলেন মেসি।
রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার ফলে অনেকেই ভেবেছিলেন বার্সার অন্দরে মরশুমের প্রথম ট্রফি ঢুকছে। আঁতোয়া গ্রিজম্যান এগিয়ে দিয়েছিলেন বার্সাকে। কিন্তু দু’মিনিট পরেই গোল শোধ দেন অস্কার মার্কোস। দ্বিতীয়ার্ধে ফের গোল দেন গ্রিজম্যান। কিন্তু নির্ধারিত সময়ের খেলা শেষের আগে গোল ভিয়ালিব্রের। অতিরিক্ত সময়ের খেলা শুরুর তিন মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামস গোল করে বিলবাওকে এগিয়ে দেন। সেই গোল শোধ করতে পারেনি বার্সা। চলতি মরশুমে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বার্সেলোনার। গোদের উপর বিষফোঁড়া হল সুপার কাপ ফাইনালে হার।