আগামী রবিবারই অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক। এই আলোচনাসভায় দেশে আসন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মরসুমে রঞ্জি ট্রফি হবে কিনা, তা ঠিক হতে পারে এদিন। যদি সৈয়দ মুস্তাক আলি ট্রফি সফলভাবে আয়োজন করা যায়, তাহলে রঞ্জি ট্রফি আয়োজনে সবুজ সংকেত দেওয়া হতে পারে বলেই ধারণা ক্রীড়ামহলের।
প্রসঙ্গত, গত মরসুমের রঞ্জি শুরু হয়েছিল ২০১৯-এর ডিসেম্বরে। চলেছিল ২০২০-এর মার্চ পর্যন্ত। এরপরেই দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। অতিমারী আবহের কারণে ১লা জানুয়ারি পর্যন্ত রঞ্জি ট্রফি স্থগিত করে দেয় বোর্ড।
তারপর করোনার দাপট নিয়ন্ত্রণে আসার পর জৈব সুরক্ষা বলয় মেনে ফের ক্রিকেটের আয়োজন শুরু হয়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি। ছ’টি কেন্দ্রে খেলা হচ্ছে। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে রঞ্জি আয়োজন করা হতে পারে। মুস্তাক আলিতে যে ক’টি দল খেলছে এবং যতগুলি কেন্দ্রে খেলা হচ্ছে, সেখানে সেই দলগুলিই রঞ্জিতে খেলবে। এতে নতুন করে বায়ো-বাবল অনুসরণ করার প্রয়োজন নেই খেলোয়াড়দের।
পাশাপাশি এই বৈঠকে জুনিয়র এবং মহিলাদের ঘরোয়া ক্রিকেটও শুরু করা নিয়ে আলোচনা করা হবে। মহিলাদের আন্তর্জাতিক সূচী নিয়েও কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। এছাড়াও, ২০২৩-২০৩১পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) জন্য আইসিসি-কে আলাদা করে একটি উইন্ডোর কথা বলতে পারে বিসিসিআই। উল্লেখ্য, ২০২২ থেকে ১০ দলের আইপিএল হবে। ১০ দলের আইপিএল হলে পুরো টুনার্মেন্ট শেষ করতে সময় লাগবে প্রায় ২ মাস। সেজন্যই রাখা হবে উইন্ডো বাড়ানোর প্রস্তাব।