দ্বিতীয় ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল মহমেডান স্পোর্টিং ও চার্চিল ব্রাদার্সকে। দুপক্ষই কোনও গোল করতে পারেনি। শুরুতে চার্চিল আক্রমণ করলেও ম্যাচের সাত মিনিটেই সুযোগ পেয়ে যায় মহমেডান। সঞ্জীব ঘোষের শট বাইরে যায়। গত ম্যাচে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে হ্যাটট্রিক করা চার্চিলের বার্নান্ডেজকে একেবারে নড়তেই দেয়নি মহমেডান ডিফেন্স। অনেকটা দূর থেকে শট করলেও গোল করতে ব্যর্থ হন তিনি।
ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও গোলমুখে ব্যর্থতার জন্য মহমেডান জয় পায়নি। স্ট্রাইকার রাফায়েলের পারফরম্যান্স দু’টি ম্যাচেই বেশ খারাপ। ফাতাউ প্রত্যাশিতমানে খেলতে পারছেন না। এদের পরিবর্তে মোহন বাগানের দুই প্রাক্তন তারকার দিকে নজর রয়েছে সাদা-কালো শিবিরের।
২৬ মিনিটে হিরা মণ্ডল মহমেডানের জন্য সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আসেনি। প্রথমার্ধে মূলত মাঝমাঠেই খেলা চলতে থাকায় গোল পায়নি কোনও দলই। ৪৮ মিনিটে সুযোগ পায় চার্চিল। আশির আখতার পড়ে যাওয়ায় মিরান্ডা ক্রস পাঠান মেজসানের উদ্দেশ্যে। শুভম রায় এগিয়ে এসে গোল বাঁচান।