৪০ গজের দৌড়। তারপর দুরন্ত ফিনিশ। দশম রাউন্ডে এফসি গোয়ার বিরুদ্ধে এসসি ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার ব্রাইট এনোবাখারের বিশ্বমানের গোল নিয়ে ফুটবল মহলে চর্চা চলছে। আইএসএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে নাইজেরিয়ান স্ট্রাইকারের গোল। আইএসএলে ভক্তদের বিচারে সপ্তাহের সেরা গোলের পুরস্কার পেলেন ব্রাইট।
প্রথম পর্বে কিবু ভিকুনার দলের বিরুদ্ধে ১-১ গোলে খেলা শেষ করেছিলেন মাঘোমারা। ১০ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে এসসি ইস্ট বেঙ্গল টেবিলে ন’নম্বরে রয়েছে। গত পাঁচ ম্যাচে অপরাজিত থাকায় মনোবল বেড়েছে লাল-হলুদের।
এসসি ইস্ট বেঙ্গল তাদের ফেসবুকে পেজে এই ঘটনা পোস্ট করেছে। শুক্রবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে রবি ফাউলারের দল।