নতুন বছর শুরু হতেই ভোটের দামামা বেজে গিয়েছিল বাংলায়। আর এখন কমিশনের ইঙ্গিতে স্পষ্ট আগামী এপ্রিল মাসেই বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। অর্থাৎ হাতে আর বেশিদিন বাকি নেই। তাই এই মুহূর্তে একেবারে অঙ্ক কষে রণকৌশলে জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পুনরায় বাংলায় ক্ষমতার দখলের লক্ষ্যে পাঁচ জেলায় বিশেষ নজর তৃণমূলের।
মূলত বেশি সংখ্যক বিধানসভা আসন রয়েছে এমন পাঁচ জেলাকে টার্গেট করেছে ‘টিম তৃণমূল’। এর মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, পশ্চিম মেদিনীপুর। এছাড়া বিশেষ নজর থাকছে নদীয়াতেও। তবে প্রথম পাঁচটি একেবারে পাখির চোখ। এই জেলাগুলিতে বিধানসভা আসনের সংখ্যা যথাক্রমে ৩৩, ৩১, ২২,১৬, ১৯। নদীয়াতে আসন সংখ্যা ১৭।
এই পাঁচ জেলায় বিশেষ গুরুত্ব দেওয়ার বড় কারণই আসনের সংখ্যাধিক্য। বিজেপি রুখতে প্রশাসন এবং দলের তরফে একাধিক জনসংযোগ কর্মসূচি নিয়েছে তৃণমূল। তবে এই পাঁচ জেলায় শক্তি বাড়াতে নীল নকশা তৈরি করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরও। সূত্রের খবর, এই জেলাগুলিতে টিম পিকে এবং টিম তৃণমূল যৌথভাবে ভোট প্রস্তুতির কৌশল তৈরি করছে।
আর সেক্ষেত্রে প্রথম ধাপই হল জনসংযোগ। স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান প্রকল্পকে সামনে রেখে ইতিমধ্যেই ‘ডোর টু ডোর’ ক্যাম্পেনে শামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত পঞ্চায়েত এবং পুরসভার সদস্যদের এই কাজের নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর, সরকারি ক্যাম্পগুলিকেও সফল করতে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি ব্লকে ১৫টি জনসভা করারও নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।