বিজেপি রাজ্য সভাপতির পরিবারের হাতে তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথীর কার্ড। নাম নথিভুক্ত করিয়ে তা পেয়েও গিয়েছে দিলীপ ঘোষের পরিবার। দিলীপ বলছেন, সুযোগ পেলে নিতে ক্ষতি কী? আমিও করব। তৃণমূল স্বাগত জানালেও কটাক্ষ করতেও ছাড়ছে না।
তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প। রাজ্যের প্রতি পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার পরিষেবা। বঙ্গের সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালেই এই প্রকল্পের সুবিধা। এমনকী দিল্লীর এইমস ও ভেলোরেও কার্ডের সুবিধা মিলবে। তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পকে বিজেপি রাজ্য সভাপতিই কখনও বলেছেন ভাঁওতা। কখনও বলেছেন ভোটের আগে ভেট। কিন্তু সেই স্বাস্থ্যসাথীর কার্ডই নিল বিজেপি রাজ্য সভাপতির পরিবার। ঝাড়গ্রামে কুলিয়ানার বাড়িতে দিলীপ ঘোষের আত্মীয়রা স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পেয়েও গিয়েছেন। পরিবারের সদস্যরা শুধু স্বাস্থ্যসাথী নয়, একাধিক সরকারি প্রকল্পের সুবিধাও পেয়ে থাকেন। তাঁদের সাফাই, বাধ্য হয়ে এই কার্ড করতে হয়েছে। তবে প্রকল্পের বিরোধিতাও করতে ছাড়েনি বিজেপি রাজ্য সভাপতির পরিবার।
আর দিলীপ ঘোষ? তিনি ভাঙলেন তবু মচকালেন না। বিজেপির রাজ্য সভাপতি বলছেন, ‘ক্ষতি কী। দিদিমণি তো ১০ কোটি লোককে দিচ্ছেন, তাই করেছেন, সুযোগ পেলে আমিও করে নেব।’ দিলীপ ঘোষের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড নেওয়াকে তৃণমূল স্বাগত জানিয়েছে। তৃণমূল অবশ্য সুযোগ বুঝে কটাক্ষ করতেও ছাড়েনি। অনুব্রত মন্ডল বলেন, ‘আজ দিলীপ ঘোষ স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে। ওর পরিবারের সকলেই কার্ড করেছে। উপায় নেই। দেখছে দলটা থাকবে না, মুছে যাবে। তার আগে সারেন্ডার করি।’