বিতর্কিত কৃষি আইন ইস্যুতে আরও খানিকটা চাপে পড়তে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের এক বড় জোটসঙ্গী অকালি দল ইতিমধ্যেই এনডিএ ছেড়েছে। রাজস্থানের লোকতান্ত্রিক জনতা দলও জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রশ্ন উঠছে আরও এক জোটসঙ্গীর ভবিষ্যৎ নিয়ে। কথা হচ্ছে হরিয়ানায় বিজেপির জোটসঙ্গী জেজেপির। অকালি দলের পথ ধরে বিজেপির সঙ্গ ছাড়ার জন্য চাপ বাড়ছে দুষ্মন্ত চৌটালার উপরও।
দলের বিধায়করা রাজনৈতিকভাবে জমি হারানোর ভয়ে জোট ছাড়ার হুমকি দিচ্ছেন। সমস্যার সমাধান না হলে জেজেপি যে এনডিএ ছাড়তে পারে, সে ইঙ্গিত দিয়েছেন জেজেপির সর্বভারতীয় সভাপতি তথা হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালাও। হরিয়ানায় আপাতত জেজেপির সমর্থনে সরকারে আছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের গদিতে টিকে থাকা নির্ভর করছে জেজেপির উপর। সেই জেজেপিতেই কিনা বিদ্রোহ।
গোটা ঘটনায় উদ্বিগ্ন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমস্যা মেটাতে নিজে আসরে নেমেছেন তিনি। গতকাল নয়াদিল্লীতে গিয়ে শাহর সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হরিয়ানা মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী। এঁদের মধ্যে কেউ কেউ আবার বেসুরো। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য বিজেপি-জেজেপি দুই শিবিরই দাবি করেছে জোট নিয়ে কোনও সংশয় নেই।