হাথরসে চার উচ্চবর্ণের ব্যক্তির হাতে গণধর্ষণের শিকার হওয়া দলিত নির্যাতিতার মৃত্যু পর থেকেই প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের নারী সুরক্ষা। তবে তাতেও থেমে নেই যোগী রাজ্যে লজ্জা। প্রায় প্রতিদিনই সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। এবার যেমন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই প্রেমিক এবং ৪ বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলীতে। ওই কিশোরীর অভিযোগ, তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করেছিল প্রেমিক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়।
কিশোরী জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে এক বছর যাবৎ লাগাতার ধর্ষণ করেছে ওই যুবক। সেই ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিও করেছিল ছেলেটি। মেয়েটির ব্যক্তিগত ছবিও ছিল অভিযুক্তের কাছে। নতুন বছরের গোড়াতেই সেই ভিডিওকে হাতিয়ার করে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্ত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতে থাকে। মেয়েটির অভিযোগ, ১ জানুয়ারি যুবকের চার বন্ধু তাকে লাগাতার ধর্ষণ করে। তাদের বাধা দিলে কিংবা এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় মূল অভিযুক্ত। ফলে মুখে কুলুপ এঁটেছিল সে।
তবে শেষরক্ষা হল না। ভিডিও ও মেয়েটির বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্তদের মধ্যে এক জন। এরপরই নির্যাতিতার পরিবার বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সঙ্গে সঙ্গে নির্যাতিতাকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। যদিও অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি যোগীরাজ্যের পুলিশ। বরেলীর অতিরিক্ত পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তদের খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।