শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুর্গাপুরে চলছিল বিজেপির মিছিল। আর সেই মিছিলেই মানিব্যাগ, মোবাইল ফোন চুরি গেল কর্মী-সমর্থকদের। এমনকী চুরি গিয়েছে স্থানীয় বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার ছেলের মোবাইল ফোনও! জানা গিয়েছে, বিজেপির রোড শো চলাকালীন ২০টি মানিব্যাগ ও ৩০টি মোবাইল ফোন চুরি গিয়েছে। মঙ্গলবার রাতেই এ নিয়ে দুর্গাপুর থানার অন্তর্গত এ জোন পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। যদিও এই ঘটনায় নেটিজেনদের দ্বারা ট্রোলড হয়েছে খোদ গেরুয়া শিবিরই। কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি তৃণমূলও। তাদের কথায়, যে ধরণের লোকজনকে বিজেপি দলে নিচ্ছে তাতে এ সব ঘটনা হওয়াটাই স্বাভাবিক।
প্রসঙ্গত, গতকাল দুর্গাপুরের বেনচিতিতে বিজেপির যোগদান মেলার সভা শেষে দুর্গাপুরে রোড শো করেন শুভেন্দু। রোড শো তে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ অর্জুন সিং, এস এস আলুওয়ালিয়া, সুনীল মণ্ডল, ডাঃ সুভাষ সরকাররা। প্রান্তিকা মোড় থেকে রোড শো শুরু হয়ে শেষ হয় ভিরিঙ্গি মোড়ে। এরই মধ্যে ভিড়ের সুযোগ নিয়ে অপারেশন চালিয়েছে চোরের দল। বিজেপির বক্তব্য, আজ সভা ও রোড শো করে শুভেন্দু অধিকারী শ্যাম মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান। তার পরই একে একে প্রকাশ্যে আসে যে কেউ মোবাইল, কেউ মানিব্যাগ খুঁজে পাচ্ছেন না। বোঝা যায় যে সভা বা রোড শো চলাকালীন তা চুরি গিয়েছে। সবমিলিয়ে ২০টি মানিব্যাগ ও ৩০টি মোবাইল ফোন চুরি হয়েছে। মিছিলে যোগ দেওয়া এক দল বিজেপি কর্মী-সমর্থকই যে এই কাণ্ড ঘটিয়েছে, তা বলাই বাহুল্য।