ভোটযুদ্ধের প্রাক্কালে স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য-রাজনীতি। দলবদল নিয়ে হুলুস্থুল চলছে এখনও। শাসকদল ও বিরোধীদের মধ্যে পারস্পরিক বাক্যবাণের উত্তাপ বেড়েই চলেছে দিন দিন। এবার সদ্য গেরুয়া শিবিরে যোগদানকারী তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বেশ চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।
কদিন আগেই ঘাসফুল ছেড়ে পদ্মের ছত্রছায়ায় এসেছেন শুভেন্দু। কিন্তু ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে পারেন শুভেন্দু অধিকারী, এমনই দাবি করলেন বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, বিধানসভা নির্বাচন মিটলেই তৃণমূলে যোগ দেবেন ৭ জন সাংসদ। সঙ্গে দলে ফিরবেন দলত্যাগী বিধায়করাও। ‘শুভেন্দু অধিকারী কি বিজেপিতে থাকবেন? ৪ মাস বিজেপিতে থাকবেন উনি ? না কি বিজেপিতে কাজকর্ম হয়ে গেলে ছেড়ে দেবেন ?’ প্রশ্ন তুলেছেন জ্যোতিপ্রিয়।
এপ্রসঙ্গে তিনি আরও দাবি করেন, ‘ভোটের পর কেউ বিজেপিতে থাকবেন না। ৭ জন বিজেপি সাংসদ মে মাসে তৃণমূলে যোগদান করবেন। বিধায়করাও ফিরবেন। ইতিমধ্যে লাইন পড়ে গিয়েছে।’ গেরুয়া শিবিরে যোগদানকারী তৃণমূল নেতাদের একহাত নেন তিনি। ‘যারা দুর্নীতিগ্রস্ত, টাকা খেয়ে হজম করতে পারছে না তারা বিজেপিতে গেছে। তবে তৃণমূলে তাদের ফেরার রাস্তা থাকবে না। ৩১ শে মে’র পর গেটটা বন্ধ হয়ে যাবে।’ কটাক্ষ খাদ্যমন্ত্রীর।