‘মে মাসের আগে ৭ জন সাংসদ তৃণমূলে যোগদান করবে।’ হাবড়ায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন সকাল ১১ টায় হাবড়ার চোংদা মোড় থেকে হাবড়া স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় মাধ্যমে স্বামীজির প্রতি এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়। হাবড়ার চোংদা মোড় থেকে হাবড়া স্টেশন পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়। এরপরে স্টেশন রোডে স্বামীজীর মূর্তিতে মাল্যদানের পরে হাবড়া স্টেশনের সামনে একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন মন্ত্রী। এরপরেই সাংবাদিকদের তিনি বলেন, স্বামীজিকে নিয়ে একটি দল রাজনীতি করছে। এভাবেই নাম না করে বিজেপি কে কটাক্ষ করেন তিনি।
পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি বলেন, আগামী চার মাস পর শুভেন্দু বিজেপিতে থাকবে কিনা সেটা ঠিক নেই!।এরপরেই মন্ত্রী বলেন, ৭ জন সাংসদ মে মাসের আগে তৃণমূলে যোগদান করবে বলে তারা লাইন দিয়ে আছেন। পাশাপাশি তিনি আরও বলেন, যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন তাঁরাও তৃণমূলে আসার জন্য লাইন দেবেন আগামূদিন। তবে তখন তাঁদের নেওয়া হবে কিনা সেটা পরের কথা।
উল্লেখ্য, সােমবার মধ্যমগ্রামে জেলা তৃণমূলের অফিসে জ্যোতিপ্রিয় বলেছিলেন, আগামী বিধানসভা নির্বাচনে খুব ভাল ফল করবে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ২২০-র বেশি আসন পাবে তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা থেকে যাঁরা বিজেপি-তে গিয়েছিলেন তাঁরাও ফিরতে চেয়ে এখন আবেদন-নিবেদন করছেন। ২০২১ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করুন। কত ধানে কত চাল তখন বুঝতে পারবেন।