আজ, মঙ্গলবার, স্বামী বিবেকানন্দর ১৫৯ তম জন্মদিন। প্রতিবারের মতো এবারও রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে এই বিশেষ দিনটি পালনের কর্মসূচী নেওয়া হয়েছে এবং উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া যুব তৃণমূলের পক্ষ থেকে যুব দিবস উপলক্ষে মিছিলও হবে। দক্ষিণে গোলপার্ক থেকে শুরু করে গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী মোড় হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে গিয়ে। এই মিছিলের নেতৃত্ব দেবেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে দাঁড়িয়ে রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘এখানে প্রতি বছরই আমরা আসি। নির্লিপ্তে, নিশ্চুপে শ্রদ্ধা জানিয়ে মহারাজদের উপস্থিতিতে এখানে মিছিলও হয়। কিন্তু এবার একেবারে অন্য ভাবনা আমরা দেখতে পারছি। সোমবার এখানে রাস্তার ওপরে একটা রাজনৈতিক তর্ক-বিতর্কও চলছিল। এবং আজও এখানে নানা নেতা, মন্ত্রীদের উপস্থিতিতে ‘ভারতমাতা কি জয়’ ছাড়াও নানা ধর্মীয় স্লোগান উঠতে দেখলাম। এই সব জয়ধ্বনি রাজনৈতিক কথাবার্তাকেই আশ্রয় দেয়। আর এ বছর কেন বাংলায় এতজন মানুষ আসছেন? নির্বাচন সামনে বলে?’