করোনা আবহের জেরে দীর্ঘদিন ধরে কোর্টের বাইরে তিনি। ভেবেছিলেন, বিরতির কাটিয়ে থাইল্যান্ড ওপেনেই ফের ব্যাডমিন্টনের কোর্টে ফিরবেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর দিনই এল দুঃসংবাদ। করোনা আক্রান্ত ভারতীয় তারকা শাটলার সাইনা নেহওয়াল। শোনা যাচ্ছে, তাঁকে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে বলা হয়েছে। যদিও সাইনা জানিয়েছেন তিনি এখনও হাতে রিপোর্ট পাননি। তবে তাঁকে জানানো হয়েছে তিনি পজিটিভ।
মঙ্গলবার অর্থাৎ আজই শুরু থাইল্যান্ড ওপেন। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। চলতি মাসের গোড়াতেই যার জন্য সে দেশে পৌঁছে গিয়েছিলেন সাইনা। গত ৬ জুন গ্রিন জোনের কোয়ারেন্টাইন বাবলে থাকা ৮২৪ জন প্রতিযোগীরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে স্বস্তিতেই ছিলেন আয়োজক ও প্রতিযোগীরা। কিন্তু টুর্নামেন্টের নিয়ম মেনে একাধিকবার করোনা টেস্ট হয় তাঁদের। সোমবারই তৃতীয় করোনার নমুনা পরীক্ষার ভিডিও পোস্ট করেছিলেন সাইনা। নমুনা সংগ্রহের সময় কী হিমশিম অবস্থা হয়, দুঃখের ইমোজি পোস্ট করে সে কথাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু একইসঙ্গে দীর্ঘদিন পর কোর্টে নামতেও মরিয়া ছিলেন অলিম্পিকে পদকজয়ী তারকা। কিন্তু সেই টেস্ট রিপোর্টই পাল্টে দিল ছবিটা।
সাইনার রিপোর্ট পজিটিভ হওয়ায় তাঁর স্বামী তথা টুর্নামেন্টের অন্যতম প্রতিযোগী পারুপল্লি কাশ্যপকেও হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে খবর। যদিও আগেই একবার করোনা আক্রান্ত হয়েছিলেন কাশ্যপ। এদিকে, সাইনার পাশাপাশি আরেক ভারতীয় শাটলার এইচএস প্রণয়ও করোনায় আক্রান্ত বলে খবর। ফলে দু’জনকেই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিতে বলেছে আয়োজকরা। বোঝাই যাচ্ছে, এমন পরিস্থিতিতে কোর্টে নামার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল সাইনার।