সোমবার সিডনিতে বর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে যারপরনাই লড়াই করে ম্যাচ বাঁচায় টিম ইন্ডিয়া। যোদ্ধাদের অন্যতম ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম দিন ভারতীয় দলের স্পিনার অশ্বিনকে ব্যাট করার সময় উইকেটের পিছন থেকে বারবার কথা বলে উত্যক্ত করছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন। ম্যাচ ড্র-এর একদিন পর অশ্বিনের কাছে ক্ষমা চাইলেন তিনি। এদিন রবিচন্দ্রন অশ্বিনের ১২৮ বলে ৩৯ রানের মূল্যবান ইনিংসে বার বার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিলেন পেন। অশ্বিন বিরক্ত হয়ে ব্যাট করতে গিয়ে থেমেও যান দু’বার। “আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। খারাপ নেতৃত্ব দিয়েছি কাল। আমার পারফরম্যান্সেও তার প্রভাব পড়েছিল।” মঙ্গলবার জানিয়েছেন পেন।
সোমবার সারাদিনে মাত্র ৩টে উইকেট নিতে পেরেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক অজিঙ্ক রাহানেকে তাড়াতাড়ি আউট করলেও অজিদের জয়ের আশায় জল ঢেলে দেন চেতেশ্বর পূজারা, ঋষভ পন্থ, অশ্বিন ও হনুমা বিহারী। একাধিক ক্যাচ ফেলেন টিম পেন। তিনি এও জানান, “আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি কাল। গোটা টেস্ট জুড়েই আমার মানসিক স্থিতি ঠিক ছিল না। যে ভাবে দ্বিতীয় দিন আম্পায়ারদের সঙ্গে কথা বলেছি তা উচিত হয়নি। এমন ভাবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে চাইনি। অশ্বিনের সঙ্গে তাঁর কথোপকথন নিয়ে পেন বলেন, “ম্যাচ শেষ হতেই আমি অশ্বিনের সঙ্গে কথা বলি। ওকে জিজ্ঞেস করি আমাকে বোকার মতো দেখাচ্ছিল কি না? অতো কথা বলে ক্যাচ ফেললাম। নিজেরাই হাসছিলাম ওই ঘটনার পর। দুই দলের দারুণ সম্পর্ক। অশ্বিনের সঙ্গেও আমার সম্পর্ক ভাল।”
প্রসঙ্গত, ১৫ই জানুয়ারি থেকে শুরু ব্রিসবেন টেস্ট। উত্তেজনা তুঙ্গে। কিন্তু চোটসংকুল ভারতীয় শিবির তুমুল দুশ্চিন্তায়। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোটের জন্য বাইরে। এমন অবস্থায় বেশ চাপে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাও ছিটকে গিয়েছেন চতুর্থ টেস্ট থেকে। কাজেই প্রথম একাদশ বাছতে বেশ বেগ পেতে হবে রাহানে ও শাস্ত্রীকে।