বউবাজার বিপর্যয়ের কথা মাথায় রেখে সুড়ঙ্গ খোড়ার সময় কোনও ঝুঁকি নিতে চান না মেট্রোর ইঞ্জিনিয়াররা। তাই ফের মেট্রোর কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে যান চলাচল। এর আগে গত অক্টোবরেও শিয়ালদহ মুখী সুড়ঙ্গ খোড়ার সময় বন্ধ ছিল বিদ্যাপতি সেতু। তবে লকডাউন শেষে তখনও রাস্তায় বেশি মানুষ না নামায় সমস্যা হয়নি।
সূত্রের খবর, মেট্রোর কাজের জন্য আগামী শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। ওই রুটের বাসগুলিকে রাজাবাজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, ধর্মতলার দিক থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গ খোড়ার কাজ শেষ করার পর এবার শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে সুড়ঙ্গ খুড়তে শুরু করেছে টানেল বোরিং মেশিন ঊর্বী।
উল্লেখ্য, বউবাজারে যেখানে টানেল বোরিং মেশিন চণ্ডী আটকে রয়েছে সেই পর্যন্ত সুড়ঙ্গ খুড়বে সে। তার পর দুর্ঘটনাস্থলে গর্ত করে তুলে ফেলা হবে ২টি মেশিনকেই। সেই মতো শিয়ালদহের দিক থেকে সুড়ঙ্গ খুড়তে শুরু করেছে ঊর্বি। প্রথমে শিয়ালদহ ফ্লাইওভার অতিক্রম করে কোলে মার্কেটের দিকে এগোবে সে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত সুড়ঙ্গ যাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটের নীচ দিয়ে। তার পর বসতি এলাকার নীচ দিয়ে যাবে সুড়ঙ্গ।