নতুন বছরের শুরুতেই অসামান্য একটি ল্যান্ডমার্কে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাসের জার্সিতে গোল করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের নজির ছুঁয়ে প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানের সঙ্গে একই আসনে বসলেন সিআর সেভেন।
গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সিরি-এ উদিনেজের বিরুদ্ধে জুভেন্তাসের ৪-১ ব্যবধানে জয়ের পথে দু’বার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গিয়েছিলেন রোনাল্ডো৷ প্রথম গোল করে পেলে’কে ছুঁয়ে ফেলার পর দ্বিতীয় গোল করে ফুটবল সম্রাটকে টপকে গিয়েছিলেন পর্তুগিজ তারকা৷ উদিনেজের বিরুদ্ধে জোড়া গোল করে দেশ ও ক্লাব মিলিয়ে ৭৫৮টি গোলের মালিক হয়েছিলেন রোনান্ডো৷
এবারে জুভেন্তাসের জার্সিতে আরও একটি গোল করে অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো৷ ২০০২ সালে স্বদেশিয় ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার কেরিয়ারে পথ চলা শুরু হয়েছিল পর্তুগিজ তারকার৷
ক্লাব ফুটবলে ৬৫৭টি গোল করেছেন রোনাল্ডো৷ আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে ১০২টি গোল করেছেন তিনি৷ ১৮ বছরের কেরিয়ারে প্রতি মরশুমে গড়ে ৪২টি করে গোল করেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা।
রবিবার জুভেন্তাসের জার্সিতে গোল করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের নজির ছুঁয়ে প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানের সঙ্গে একই আসনে বসলেন সিআর সেভেন।