মঙ্গলবার স্বামী বিবেকানন্দর জন্মদিনে প্রথমে স্বামীজির বাসভবনে গিয়ে মাল্যদান করার পর গোলাপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মিছিল শেষে বিজেপিকে রীতিমতো তোপ দাগলেন তিনি।
এদিন অভিষেক বলেন, ‘যারা বিবেকানন্দের নাম ঠিক ভাবে উচ্চারণ করতে পারে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বলে বিদ্যাসাগর সহজপাঠ লিখেছে। তাদের আপনারা ক্ষমা করবেন? এই বিজেপির মুখে রাম, কর্মে নাথুরাম। মুখে বিবেকানন্দ, কর্মে ধর্মে ধর্মে দ্বন্দ্ব। এদের অধিকার নেই, বিবেকানন্দর ছবি নিয়ে মিছিল করার। স্বতঃস্ফূর্ততায় ওদের মিছিল ১০ গোল খেয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজন করতে দেবে না বাংলা।’
এরপরই বাংলাকে বঞ্চনার ক্ষেত্রেও বিবেকানন্দ-নেতাজির প্রসঙ্গে তুলে আনেন অভিষেক। বলেন, ‘গুজরাতে ৩ হাজার কোটি খরচ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি। বাংলায় কেন ৩ হাজার কোটি খরচ করে স্বামীজি, নেতাজির মূর্তি হবে না? ২০১৪ সালে স্বামীজির ছবি নিয়ে যারা ভোট প্রচার করেছিল, ভোটে জয়ী হওয়ার পর তারা বেলুড় মঠকে মর্যাদা দেয়নি।’ মমতা বন্দ্যোপাধ্যায় যে মনীষীদের পথেই চলেছেন, তা উল্লেখ করে অভিষেক বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির দেখানো পথেই চলেছেন। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কিন্তু দিল্লির কাছে আত্মসমর্পণ করবেন না।’
নাম না করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাত নিয়েছেন অভিষেক। তিনি বলেছেন, যে বলে বাংলার উন্নয়নে বাঙালির অবদান নেই, তাকে কেউ ক্ষমা করবে? এখন কেন্দ্র ঠিক করে দিচ্ছে কে কোন পথে হাঁটবে, কে কি খাবে! মুখে বলে স্বামীজির কথা, কর্মে ঠিক অন্য। মুখে বলবে জয় শ্রীরাম, কর্মে নাথুরাম।’