মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামেই সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাইব্রেরি খুলেছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। যা নিয়ে শুরু হয়েছিল প্রবল বিতর্ক। অবশেষে আজ চাপের মুখে নতিস্বীকার করল তাঁরা। বিতর্কের জেরে সেই ‘গডসে জ্ঞানশালা’ বন্ধ করে দিল মধ্যপ্রদেশের পুলিশ।
গত রবিবারই মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অখিল ভারতীয় হিন্দু মহাসভা উদ্বোধন করেছিল ওই লাইব্রেরির। মহাসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নাথুরামের মতামত ও বিশ্বাস দেশের যুবসমাজকে জানানোর উদ্দেশ্যেই এই লাইব্রেরি। ওই লাইব্রেরিতে দেশভাগের কারণ সম্পর্কে লেখা বিভিন্ন বই রাখা হয়েছিল। এর ফলে আজকের ভারতীয় যুবসমাজ সেই সময়ের অনেক সত্যি ঘটনা জানতে পারবেন বলে দাবি করেছিলেন হিন্দু মহাসভার সদস্যরা। সেই সঙ্গে নাথুরামের নানা বক্তৃতা, ছবি ইত্যাদিও রাখা ছিল সেখানে।
সেই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় কঠোর সমালোচনা। কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়, মহত্মা গান্ধীর দেশে নাথুরাম গডসের মতামত প্রচারের চেষ্টা করছে বিজেপি-আরএসএস জুটি। এই ধরনের কটাক্ষে আরও অস্বস্তি বাড়ছিল মধ্যপ্রদেশের বিজেপি সরকারের। অবশেষে চাপের মুখে পড়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশকে অবিলম্বে ওই লাইব্রেরির বিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেয়। শেষপর্যন্ত পুলিশ এসে বন্ধ করে দেয় লাইব্রেরিটি।
মধ্যপ্রদেশের বিরোধী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ মঙ্গলবারই ওই লাইব্রেরির প্রবল নিন্দা করে বলেছিলেন, ‘‘সকলে গডসেকে জানেন। ওঁর আদর্শও জানা। সেই আদর্শ প্রচারের আর দরকার কী? ওরা তো মহাত্মা গান্ধীর আদর্শ প্রচারের জন্য কিছুই করেনি!’’ বিজেপির প্রতি আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, এর পিছনে বিজেপিও রয়েছে। তারা দেশে নাথুরাম গডসের মতবাদ প্রচার করতে চায় বলে তোপ দাগেন তিনি।