আজ, মঙ্গলবার, স্বামী বিবেকানন্দর ১৫৯ তম জন্মদিন। প্রতিবারের মতো এবারও রাজ্যের শাসকদল তৃণমূলের তরফে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে এই বিশেষ দিনটি পালনের কর্মসূচী নেওয়া হয়েছিল। এদিন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোলপার্ক থেকে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী চেতনা মিছিলে অংশগ্রহণ করেন। সেই মিছিলে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। সেখান থেকেই গেরুয়া শিবিরকে আক্রমণ করেন তিনি।
এদিন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বিজেপি যে মিছিল করেছে, তাকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘আমরা ছোট থেকে বিবেকানন্দকে নিয়ে বড় হয়েছি। আমাদের কাছে এই দিনটা একটু অন্যরকম এবং অন্যরকম আবেগের।আমাদের বাঙালি সাজার জন্য স্বামীজির জন্মদিন উদযাপন করতে হয়না। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ পেয়ে কর্মসূচী করতে আসছে। না হলে আজকে মিছিলে কৈলাস বিজয়বর্গীয়কে দিল্লী থেকে আসতে হতো না।’
ফিরহাদ আরও বলেন, ‘আমরা যারা বাংলার সংস্কৃতির সঙ্গে আছি, আমাদের কাছে বিবেকানন্দের জন্মদিন বা মিছিল নতুন নয়। এখন বিজেপির যাঁরা এসব করছেন, তাঁরা বিবেকানন্দ কে তাই জানতেন না। বিবেকানন্দের জন্মদিনে আমাদের এই শ্রদ্ধার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ তাঁর সাফ কথা, ‘রাজনীতির জন্য বাংলার মনিষীদের স্মরণ করছেন। আসবেন, রাজনীতি করবেন, ভুলে যাবেন, কিন্তু আমাদের তো তা নয়।’