যে কোনো জরুরি অবস্থায় মানুষের পাশে থাকবে রাজ্য সরকারের হেল্প ডেস্ক। এবার সেই প্রমাণই মিলল গঙ্গাসাগর মেলায়। সূত্রের খবর, সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়া মুকুল গিরি নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে হাওড়া নিয়ে আসা হয়েছে। তাঁকে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এম্বুলেন্সে গ্রীন করিডর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, সাগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি মেলা প্রাঙ্গনে হঠাৎই বুকের যন্ত্রনায় অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি করা হয়। হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় সরকারি উদ্যোগে তাঁকে হেলিকপ্টারে দ্রুত উড়িয়ে নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, এবার গঙ্গাসাগর মেলার বিভিন্ন পয়েন্টে ১০২টি অ্যাম্বুলেন্স থাকছে। তার মধ্যে ৪টি অ্যাম্বুলেন্স কাকদ্বীপ লট -৮ এরিয়া এবং কচুবেড়িয়া মেলা গ্রাউন্ড অস্থায়ী হাসপাতালে, সিরাকোল পিএইচসি থেকে নামখানা নারায়ণপুর পিএইচসি যাওয়ার পথে আরও ১৫ টি অ্যাম্বুলেন্স রাখা হবে৷ পুণ্যার্থীদের সুবিধার জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে। করোনা আবহে হচ্ছে এবছরের গঙ্গাসাগর মেলা৷ রবিবার সন্ধ্যেয় নীল-সাদা বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ উদ্বোধনে ছিলেন স্থানীয় প্রশাসনিক কর্তারাও৷
আর দু’দিনের অপেক্ষা। তার পরই এসে পড়বে মকরসংক্রান্তির মাহেন্দ্রক্ষণ। প্রতি বছর এই তিথিতে দেশের লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান সাগরদ্বীপে, কপিলমুনির আশ্রমে। কিন্তু এ বার পরিস্থিতি আলাদা। করোনার কথা মাথায় রেখে তাই বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। কোভিড পরিস্থিতিতে চলতি বছর বিশেষ ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কী কী ব্যবস্থা নিতে হবে, তা নির্দেশিকা দিয়ে ইতিমধ্যেই জানিয়েছে স্বাস্থ্য দফতর। সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।