প্রতীক্ষার অবসান। আজ রাজ্যে এল করোনা ভ্যাকসিন। প্রথম দফায় ৬.৮৯ লক্ষ ভ্যাকসিন ডোজ এসেছে বলে সূত্রের খবর। আজ কিছুক্ষণ আগে স্পাইস জেটে কলকাতায় এসে পৌঁছয় ভ্যাকসিন। বেলা তিনটের সময় এই ডোজের বণ্টন নিয়ে বৈঠক হবে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব জেলার জেলাশাসক ও সিএমওএইচ-দের সঙ্গে বৈঠক করবেন।
পুণে বিমানবন্দর থেকে দিল্লী চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আহমেদাবাদ, হায়দরাবাদ, বিজয়ওয়াদা, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লখনউ, চণ্ডীগড় পৌঁছয়। মঙ্গলবার সকালে সিরাম থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মালবাহী গাড়িতে প্রথমে টিকাগুলি নিয়ে যাওয়া হয় পুণের বিমানবন্দরে। টিকাগুলিকে শীতাতপ নিয়ন্ত্রিত বিমানে তুলে দেওয়া হয়। কোভিশিল্ড টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন বিশেষ পরিকাঠামো।
বিমানবন্দর থেকে কার্গো সেকশন দিয়ে দুটি গাড়িতে ভ্যাকসিন ভ্যান বেরোবে। চলে আসবে বাগবাজারে। এখান থেকেই ৯৪১ টি সেন্টারে বণ্টন হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এসকর্ট। স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্য যে ভ্যাকসিন পাচ্ছে, সেখান থেকেই সবার টিকাকরণ হবে।
বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর্সের ভিতরে দুটো রেফ্রিজারেটর রয়েছে। সেখানে ৫৯টি বাক্সে ভ্যাকসিন থাকবে। আজ মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের ৬টি জেলায় আজই ভ্যাকসিন পৌঁছে যাবে। বণ্টন চলবে রাতভর। বুধবার বাকি ১০টা জেলায় ভ্যাকসিন বণ্টন হবে। নীল রঙের বিশেষ গোল বাক্সেই ভ্যাকসিন পৌঁছে যাবে জেলাগুলিতে। এক্ষেত্রে উল্লেখিত, রাজ্যে ২৩ টি জেলা হলেও স্বাস্থ্য দফতরের মানচিত্রে চারটি বিশেষ স্বাস্থ্য জেলা রয়েছে। তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, রামপুরহাট, নন্দীগ্রাম।