১২ জানুয়ারি, মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। দেশের যুব সম্প্রদায়ের আইকনের জন্মদিন বিশেষভাবেই উদযাপন করবে তৃণমূল। ওই দিন দক্ষিণ কলকাতায় বিবেক জয়ন্তী পালিত হবে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন তিনি৷ মিছিল শুরুর আগে দুপুরে শ্রদ্ধা জানাতে স্বামীজির বাড়িতেও যাবেন তৃণমূল সাংসদ৷
প্রসঙ্গত, প্রতি বছরই স্বামীজির জন্মদিনে তাঁর বাড়িতে যানন, পদযাত্রাও করেন অভিষেক। এবারও সেই কর্মসূচী রেখেছেন তিনি। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে গোলপার্কের বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন উদযাপনের সূচনা করবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল হবে যুব তৃণমূলের, নেতৃত্ব দেবেন অভিষেক।