গঙ্গাসাগর মেলার সময়ে তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রতিবারই বাড়তি লোকাল ট্রেন আর বাস চালানো হয়। এ বারেও এই উপলক্ষে ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপের মধ্যে ৬৭টি অতিরিক্ত লোকাল চালাবে পূর্ব রেল।
রাজ্য সরকারের অনুরোধে মুর্শিদাবাদের যাত্রীদের গঙ্গাসাগর মেলায় আসার জন্য এ বার বাড়তি একটি এক্সপ্রেস ট্রেনও চালাবে পূর্ব রেল। আগামী ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি এই বিশেষ এক্সপ্রেস ট্রেনটি লালগোলা-শিয়ালদহের মধ্যে চলাচল করবে।
পুণ্যার্থীদের বিপুল ভিড় সামলাতে পরিবহণ নিগমের ৭৭০টি বাস চালানোর পাশাপাশি এসএবিএসটিসি অতিরিক্ত প্রায় ৯০০টি বাস চালাবে৷ তীর্থযাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে। মেনে চলতে হবে রাজ্য সরকারের বেঁধে দেওয়া সমস্ত স্বাস্থ্য সুরক্ষা বিধিও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই স্বাস্থ্য সুরক্ষা বিধি বিঘ্নিত হলে বন্ধ করে দেওয়া হতে পারে গঙ্গাসাগর মেলা।