আগামী আইপিএলের মিনি অকশন হওয়ার আগেই দলের প্রাক্তন ক্যাপ্টেন এবং উইকেটকিপার দীনেশ কার্তিক এবং স্পিনার কুলদীপ যাদবকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এদিন এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি, সংশয় রয়েছে অজি পেসার প্যাট কামিন্সকে নিয়েও। তবে এখনও তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি টিম ম্যানেজমেন্টের তরফে।
উল্লেখ্য, ২০১৮-র মেগা অকশনে কার্তিককে কিনেছিল কলকাতা। সে বার ছেড়ে দেওয়া হয়েছিল গৌতম গম্ভীরকে। কলকাতার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও প্রথম বার কার্তিক দলকে প্লে-অফে তোলেন। তবে পরের দু’বারই গ্রুপ স্টেজ থেকে ছিটকে গিয়েছে কলকাতা। ব্যাট হাতেও কার্তিকের পারফরম্যান্স একদমই আহামরি নয়। ২০১৮ এবং ২০১৯-য়ে অধিনায়ক থাকলেও, দলের জঘন্য পারফরম্যান্সের জেরে ২০২০ আইপিএলের মাঝপথেই কার্তিককে অধিনায়কের পদ থেকে সরিয়ে নেতা বানানো হয় অইন মর্গ্যানকে।
কুলদীপ অবশ্য কেকেআরে রয়েছেন ২০১৪ থেকে। চায়নাম্যান বোলার হিসেবে পরিচিত কুলদীপ প্রথমদিকে সাফল্য পেলেও গত দু’মরশুমে একেবারেই জ্বলে উঠতে পারেননি। ২০১৯-এ মাত্র চারটি উইকেট পেয়েছিলেন। এমনকি ২০২০-তে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। তাঁর বদলে নবাগত স্পিনার বরুণ চক্রবর্তী সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছেন। ফলে কুলদীপকে রাখার যৌক্তিকতা দেখছে না টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, এই দু’জনকে ছাড়লে ১৩ কোটি টাকা আসবে কেকেআরের পকেটে।