মতুয়াপাড়ায় দাঁড়িয়ে মতুয়া ইস্যুতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সিএএ-কে ‘নাগরিক মোয়া’ বিল বলেও কটাক্ষ করেন তিনি। মমতা বলেন, ‘ভুল বোঝাচ্ছে বিজেপি৷ মতুয়ারা তো এমনিই নাগরিক৷ নতুন করে ‘নাগরিক মোয়া’ বিলের কোনও দরকার নেই।’ পাশাপাশি কেন্দ্রের গেরুয়া সরকারের উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, ‘বাংলায় কোনওভাবেই এনআরসি করতে দেব না। এনপিআর করতে দেব না।’
বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে মিথ্যে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভোট কাছে এসেছে তাই ওরা বলছে চাকরি দেব, বাড়ি বাড়ি গিয়ে টাকা দেব। ভোট মিটে যেতেই ডুগডুগি বাজিয়ে পালাবে। কাউকে কিছুই দেবে না।’ এরপরই আরও একবার রাজ্যের উন্নয়ণের খতিয়ান সকলের সামনে তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো।
মমতার কথায়, ‘সারাদেশে একনায়কতন্ত্র চলছে। কাউকে সিবিআই দেখিয়ে, কাউকে ইডি দেখিয়ে দলে টানছে। তাঁদের কোনও দোষ নেই। এমনি এমনি একটা কাগজ তৈরি করছে। যে কাগজ কোর্টে গিয়ে হারবে। কোনও ভ্যালু নেই। আগামীদিনে দেখে নেবেন, মিলিয়ে নেবেন।’
এদিনের সভা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের সমস্ত প্রকল্পের কথা আরও একবার সকলকে মনে করিয়ে দেন তিনি। এরপর বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাংলায় আর কোনও কাজ বাকি নেই। সবকিছুই হয়ে গিয়েছে। তাই সোনার বাংলা তৈরি করব এই কথার কোনও মূল্য নেই। সোনার বাংলা আগেই ছিল, এখন বিশ্ববাংলা হচ্ছে।’ এদিন বিজেপিকে ‘ভারতীয় জাঙ্ক পার্টি’- নামে কটাক্ষ করেন মমতা।