দুরন্ত লড়াই করে আজ সকালেই অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে ভারতীয় দলের উদীয়মান তারকা হনুমা বিহারী। প্রায় হারতে বসা ম্যাচ ড্র করে খুশির হাওয়া ভারতীয় শিবিরে। আর এরমধ্যেই বিকেলে ফের খুশির খবর এল টিম ইন্ডিয়ার অন্দরে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সংসারে এল নতুন অতিথি। মুম্বইয়ের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা। টুইট করে নিজেই এই সুসংবাদ দিলেন ভারত অধিনায়ক।
এদিন সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আসেন অনুষ্কা এবং বিরাট। সেখানেই আজ বিকেলে কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। এরপর টুইট করে বিরাট নিজেই ভক্তদের সুখবর শোনান। তিনি লেখেন, ‘‘আপনাদের জানাতে চাই এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’জনেই বর্তমানে ভাল আছে।’’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই প্রথম ডে-নাইট টেস্ট খেলে বাড়ি চলে এসেছিলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে এসেছিলেন তিনি। আজ ১১ জানুয়ারি, যে দিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ২২ গজে অসম্ভবকে সম্ভব করল, ঠিক সে দিনই বিরুষ্কার কোল আলো করে এল কন্যাসন্তান। টুইটারে বিরাট নিজের হ্যান্ডলে এই খবর জানাতেই আধঘণ্টার মধ্যেই প্রায় লাখ ছুঁয়ে ফেলে লাইক। বার্তাটি শেয়ারও হয় বারবার। বিভিন্ন মহল থেকে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। বি টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে তারকা ও প্রাক্তন তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই তারকা জুটিকে।