আগে থেকেই আইসিইউ ছিল ভারতীয় অর্থনীতি। করোনার ধাক্কায় এখন তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। অতিমারি আবহে বেড়ে গিয়েছে সরকারের খরচও। তাই অতিরিক্ত খরচ তুলতে আসন্ন বাজেটে কোভিড-১৯ সেস বসানোর কথা চিন্তাভাবনা করছে মোদী সরকার। এই বিষয়ে আলোচনা চালাচ্ছেন অর্থ মন্ত্রকের কর্তারা। তবে বর্ধিত কর সেস নাকি সার চার্জ হিসেবে নেওয়া হবে সেই সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাজেট ঘোষণার আগে আগে এই বিষয়ে সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে যাবে বলে খবরে প্রকাশ।
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি ২০২১-২২ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে সূত্র উদ্ধৃত করে ইকনমিক টাইমস জানিয়েছে, ‘সেস বসানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে।’ প্রাথমিক আলোচনা থেকে জানা গিয়েছে, উচ্চ আয়করের আওতায় আসেন এমন করদাতাদের ওপরে সামান্য কিছু সেস বসানো হতে পারে। এ ছাড়া কিছু পরোক্ষ সেস বসানো হতে পারে। শুধু তাই নয়। আয় বাড়াতে পেট্রোলিয়াম এবং ডিজেল অথবা আমদানি শুল্ক সবথেকে বেশি এমন পণ্যের ওপরে সেস বসানো যায় কি না, তা নিয়েও চলছে আলোচনা।