দলত্যাগীদের নেতাদের নিয়ে আবারও আক্রমণের সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, ‘কালো’ টাকা ‘সাদা’ করতেই বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা। সঙ্গে টাকা গচ্ছিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। তাই বিজেপিকে ‘ভারতীয় জাঙ্ক পার্টি’- নামে অভিহিত করেন মমতা।
সোমবার নদীয়ার রানাঘাট মহকুমার হাবিবপুরের ছাতিমতলায় জনসভায় বিজেপিকে নিশানা করেন মমতা। অভিযোগ করেন, সিবিআই-ইডি’র জুজু দেখিয়ে অন্যান্য দলের নেতাদের নিজেদের দলে টানছে বিজেপি শিবির। এতদিন তৃণমূলের তরফে ‘ওয়াশিং মেশিন’ বলে যে কটাক্ষ করা হচ্ছিল, সেই রেশ ধরে সোমবার বিজেপিকে ‘ডাস্টবিন’ বলেন মমতা। দাবি করেন, কেউ টাকা আত্মসাৎ করে বিজেপিতে যোগ দিলেই তাঁদের দোষ মাফ হয়ে যায়।
মমতার কথায়, ‘সারাদেশে একনায়কতন্ত্র চলছে। কাউকে সিবিআই দেখিয়ে, কাউকে ইডি দেখিয়ে দলে টানছে। তাঁদের কোনও দোষ নেই। এমনি এমনি একটা কাগজ তৈরি করছে। যে কাগজ কোর্টে গিয়ে হারবে। কোনও ভ্যালু গুরুত্ব নেই। আগামীদিনে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। শুধুমাত্র মানুষকে জব্দ করার জন্য এসব করছে। এই যে কয়েকজন গিয়েছেন, কেন গিয়েছেন বলুন তো? অনেক টাকা করেছে। কাউকে ইডির ভয় দেখিয়েছে, কাউকে সিবিআইয়ের ভয় দেখিয়েছে। এইসব ভয় দেখিয়ে বলেছে, যদি টাকা রাখতে চাও, তাহলে বিজেপিতে যাও, যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও, যদি দু’নম্বরি করতে চাও, তবে বিজেপিতে যাও, যদি টাকা মারতে চাও, তাহলে বিজেপিতে যাও। বিজেপিতে একেবারে জাঙ্ক পার্টি হয়ে গিয়েছে। ভারতীয় জাঙ্ক পার্টি সমস্ত ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিচ্ছে।আর সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত খুন মাফ। অন্যরা করলে বন্ধ ঝাঁপ। সব চোর।’