গত বছরের অক্টোবর থেকে নামতে শুরু করেছে দেশে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। সম্প্রতি তা ১৮ হাজারের নিচেই ঘোরাফেরা করছে। তবে সোমবার আরও একটু কমল কমে তা ১৬ হাজারে দাঁড়িয়েছে। সেই সঙ্গে দৈনিক মৃত্যু নেমেছে ১৬১-তে। প্রায় ছ’মাস পর দেশের দৈনিক মৃত্যু এত কম। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ইতিমধ্যেই সওয়া ২ লক্ষের নীচে। মোট সুস্থের সংখ্যাও ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। দেশে যখন করোনাভাইরাসের নতুন স্ট্রেন ঢুকে পড়েছে, তখন এই পরিসংখ্যান অনেকটাই স্বস্তি দিচ্ছে।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৯৫৯ জন। এর ফলে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৫। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার হয়েছে ২.৪৭ শতাংশ। অন্যদিকে, ভারতে এখনও অবধি ১ লক্ষ ৫১ হাজার ১৬০ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৬১ জন।
যদিও প্রথম থেকেই ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারটা বেশ স্বস্তিদায়ক। ইতিমধ্যেই দেশে কোভিড রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫৯ জন। আর এর ফলে মোট ১ কোটি ৯২ হাজার ৯০৯ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ৯৬ শতাংশের বেশিই সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৬.৪৩ শতাংশ। আবার, নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৫২৬ জন।