কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এখনও আন্দোলনে অনড় কৃষকেরা। তাঁরা সাফ জানিয়েছেন, এই তিনটি নতুন আইন প্রত্যাহার না করলে প্রতিবাদ বৃহত্তর আকার তধারণ করবে। সাধারণ মানষ থেকে শুরু করে সেলিব্রিটি-ক্রীড়াব্যক্তিত্ব সহ অনেকেই সমর্থন জানিয়েছেন কৃষকদের। এবার কৃষক আন্দোলনে অভিনব উপায়ে অংশগ্রহণ করে নজিরবিহীন দৃষ্টান্ত রাখলেন পঞ্জাবের এক যুবক।
ঘটনাটি ঘটেছে পঞ্জাবের বারনালায়। পঞ্জাবের স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডের জুনিয়র ইঞ্জিনিয়ার জগদীপ সিংহ বিয়ে করতে যাচ্ছিলেন শেহজাদ গ্রামে। পথেই মেহাল কালান টোল প্লাজায় থেমে যায় তাঁদের গাড়ি। বারাতের গাড়িতে ছিল ভারতীয় কিষাণ ইউনিয়নের পতাকা। গাড়ি থেকে নেমে ধর্নায় বসে পড়েন জগদীপ ও তাঁর সঙ্গীরা। তাঁরা আধঘণ্টা সেখানে ছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে স্লোগানও দেন তিনি। আন্দোলনরত কৃষকদের সঙ্গে বসে একসঙ্গে চা খান বরযাত্রীরা। ১১ হাজার টাকা দিয়ে তাঁরা সাহায্যও করেন আন্দোলনকারীদের।
উল্লেখ্য, জগদীপের বাবা প্রাক্তন সেনাকর্মী। পরিবারও চাষবাসের সঙ্গে জড়িয়ে। বারনালার ঠিকরিওয়াল গ্রামে তাঁদের পাঁচ একর জমি আছে। সেই কারণেই কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে তাঁদের। ‘আমি কৃষক পরিবারের ছেলে। তাই এই আন্দোলনের গুরুত্ব বুঝতে পারছি। সেই কারণেই বিয়ে করতে যাওয়ার পথে ধর্নায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রী কমলপ্রীত কউরও এ বিষয়ে একমত।’ জানিয়েছেন জগদীপ। কৃষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পরেই এদিন বিয়ে করতে যান তিনি।