কোভিড অতিমারীর প্রকোপে এখনও পর্যুদস্ত জাপান। সম্প্রতি আগত করোনার তৃতীয় ওয়েভের সঙ্গে লড়াই করছে দেশ। এমতাবস্থায় জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, আসন্ন অলিম্পিক গেমস দেশে অনুষ্ঠিত হোক, তা চাইছেন না জাপানের অধিকাংশ বসবাসকারী।
প্রসঙ্গত, কিয়োডো নামের এক নিউজ এজেন্স গত ৬ই ডিসেম্বর জনমত সমীক্ষা করেছিল। তাতে দেখা গিয়েছিল যে ৬০ শতাংশ মানুষ অলিম্পিক্স আয়োজনের বিরোধী। সেই সংখ্যাই জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৮০ শতাংশ। কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, দেশ জুড়ে মোট ১০৪১ জনের কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ মানুষ বলেছেন যে তাঁরা একেবারে অলিম্পিক্স বাতিলের পক্ষে। আর ৪৫ শতাংশ মানুষ বলেছেন যে তাঁরা আরও একবার অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার পক্ষে রয়েছেন।
উল্লেখ্য, টোকিয়ো অলিম্পিক্সের আয়োজকরা একেবারেই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়ার সপক্ষে নন। বৃহত্তর টোকিয়োয় যতই জরুরি অবস্থা থাক, তাঁরা অলিম্পিক্স নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী সুগাও এই সপ্তাহেই নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক্স হবে বলে আশ্বস্ত করেছেন। তাঁর মতে, ফেব্রুয়ারির শেষের দিকে ভ্যাকসিন দেওয়া শুরু হলে জনতার মতামতে পরিবর্তন আসবে। তবে এই মুহূর্তে জাপানের মানুষ যে অলিম্পিক্স আয়োজনের বিরুদ্ধে, জনমত সমীক্ষায় তা মোটামুটি পরিষ্কার।