মন্দার কোপ ছিলই। দোসর করোনা। আর এই জোড়া ফলায় বেসামাল ভারতীয় অর্থনীতি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লকডাউনের ধাক্কা সামলে অন্যান্য রাজ্যের তুলনায় এখন অনেকটাই এগিয়ে বাংলা। এবার যেমন ফের লগ্নী আসতে চলেছে মমতার রাজ্যে। ব্যবসা সম্প্রসারণের জন্য বড় মাপের পরিকল্পনা হাতে নিয়েছে স্টার সিমেন্ট। তার অঙ্গ হিসেবে বাংলায় নতুন দুটি সিমেন্ট তৈরির কারখানা গড়বে সংস্থাটি। এর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৪৫০ কোটি টাকা লগ্নীতে তৈরি হচ্ছে একটি।
যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মোট ৭,০০০ কর্মসংস্থান হবে। উদ্বোধন হবে চলতি মাসেই। আর রাজ্যে অন্য কারখানাটি তৈরি হবে দক্ষিণবঙ্গে দুর্গাপুর লাগোয়া অঞ্চলে। শিলিগুড়ির কারখানাটি তৈরি হচ্ছে ৪৫ একর জমির ওপরে। সংস্থা জানিয়েছে, এর মধ্যে ৯ একর জমির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। স্টার সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল জানান, তাঁদের পরিকল্পনা অনুযায়ী বাংলার দুটি বাদে তিন নম্বর কারখানাটি বিহারে তৈরি হবে। আর দক্ষিণবঙ্গ এবং বিহারের কারখানা দু’টি তৈরিতে লগ্নীর প্রস্তাব মোট ৮০০ কোটি টাকা। দু’টিতেই বহু মানুষ কাজ পাবেন বলে দাবি তাঁর।