বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট পাকাপাকি ভাবে বন্ধ করেছে দুই সোশ্যাল মিডিয়া সংস্থা। তাতেই ভয়ে বুক কাঁপছে বিজেপির। ভারতেও কী তাহলে এমনই পদক্ষেপ করতে পারে ফেসবুক, টুইটার!
তাই আগে ভাগেই দুই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে কড়া আইন আনার পরামর্শ গিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি দাবি করেছেন, ‘সোশ্যাল মিডিয়া সংস্থার এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে। কাজেই ভারতে এটা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। আগে থেকে এর জন্য পদক্ষেপ করা জরুরি।’
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতে নিযুক্ত ফেসবুকে আধিকারিকের সঙ্গে বিজেপি আঁতাতের অভিযোগ উঠেছিল। সেই কারণেই বিজেপি নেতাদের একাধিক উস্কানি মূলক বক্তব্য ও ভিডিও সাসপেন্ড করা হয়নি। তাতে দিল্লীর হিংসা ছড়িয়েছিল বলে অভিযোগ ওঠে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পাকাপাকি সাসপেন্ড করা হয়েছে। তার আগে ট্রাম্পের ফেসবুক পেজও পাকাপাকি ভাবে সাসপেন্ড করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে ট্রাম্পের টুইটে নতুন কিছু পোস্ট হলে ফের হিংসা ছড়াতে পারে আমেরিকায়। প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্পের টুইটের পরেই মার্কিন সংসদের হামলার ঘটনা ঘটেছিল। যার জেরে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল ওয়াশিংটনে।
যদি মার্কিন প্রেসিডেন্টর টুইটার অ্যাকাউন্ট পাকাপাকি ভাবে সাসপেন্ড হতে পারে তাহলে ভারতের বিজেপি নেতাদের টুইটার, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা তো একেবারে জলভাত বলা চলে। সেই আশঙ্কা করেই এখন প্রমাদ গুণছে বিজেপি। আগে থেকেই তাই এই নিয়ে কেন্দ্রকে সচেতন করলেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।