সামনেই বিধানসভা নির্বাচন রাজ্যে। আর তার আগে উত্তরবঙ্গ সফরে এসে এবার দলের যুব কর্মীদের কোমর বেঁধে নামার নির্দেশ দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ দিনের উত্তরবঙ্গ সফরে এবার উত্তরকন্যার অতিথি নিবাসে ছিলেন অভিষেক। সেখানেই শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, গৌতম দেব, রঞ্জন সরকার, নান্টু পালদের পাশে বসিয়ে অভিষেক সাফ জানিয়ে দেন, সকলকে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে যেতে হবে।
পাশাপাশি শিলিগুড়ি মহকুমার যুব তৃণমূল কর্মীদের জন্য আলাদা কাজ বেঁধে দিয়েছেন অভিষেক। পদ নিয়ে বাড়িতে বসে থাকা যাবে না। যেতে হবে মানুষের দরজায় দরজায়। জানতে হবে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা। দুয়ারে সরকার থেকে শুরু করে রুপশ্রী, যুবশ্রী প্রভৃতি প্রকল্পের খুঁটিনাটি মানুষকে বোঝাতে হবে। স্বাস্থ্য সাথী নিয়ে কারও কোন জিজ্ঞাসা থাকলে সদুত্তর দেবেন যুব কর্মীরাই। কেউ যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও সুবিধা না পান, সেক্ষেত্রে যুব কর্মীদের এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন অভিষেক।
শিলিগুড়িতে রেশনে আতপ চাল দেওয়া নিয়ে সাধারণ মানুষের অভিযোগ আছে। সেই অভিযোগ পৌঁছেছে অভিষেকের কানেও। তাঁদের দাবি সেদ্ধ চাল দেওয়া হোক। তাই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ফোন করে সমস্যার কথা জানান অভিষেক। তারপরই খাদ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এখন থেকে সেদ্ধ চাল দেওয়া হবে। অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে সমাধান পেয়ে খুশি এলাকার মানুষ। দলের যুব সভাপতির স্পষ্ট নির্দেশ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য মানুষ যেন কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে হবে যুব কর্মীদের।