দেশজুড়ে কোভিড অতিমারী আবহ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কাজেই আইপিএলের চতুর্দশতম সংস্করণ ভারতে অনুষ্ঠিত করার জন্য তৎপর বিসিসিআই। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল আইপিএলের আসর। এবার তা দেশেই আয়োজনের চেষ্টা করছে বোর্ড। এর মধ্যেই নতুন নজির গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। এই বছর আইপিএলে আয়ের ভিত্তিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিতে চলেছেন ধোনি।
এবছর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে মাহির আইপিএলে মোট আয় ১৫০ কোটিও ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত, গত ১৩টি আইপিএলে মোট রোজগারের নিরিখে রোহিত, বিরাটদের টেক্কা দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। তাঁর মোট রোজগার ১৩৭ কোটিরও বেশি। প্রথম তিন মরশুমে মোট ১৮ কোটি টাকা পেয়েছিলেন ধোনি। পরের তিন মরশুমে ৮.২৮ কোটি টাকা করে মোট ২৪.৮৪ কোটি টাকা রোজগার করেছিলেন তিনি। তাঁর দারুণ পারফরম্যান্সের কারণে ২০১৪ ও ২০১৫ মরশুমে মোট ২৫ কোটি টাকা পান মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁর বেতন বেড়ে হয় ৪৫ কোটি টাকা। ২০২১ সালে ১৫ কোটি টাকা পেতে চলেছেন মাহি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট আয়ের নিরিখে ধোনির ঠিক পিছনেই আছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের রোজগারের পরিমাণ ১৩১ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। কোহলির উপার্জন ১২৬ কোটি টাকা। সুরেশ রায়না ও এবি ডি’ভিলিয়ার্সের আয় এ বছর ১০০ কোটি ছুঁতে পারে, এমনই আভাস মিলেছে।