বিশ্বভারতীকে কেন্দ্র করে ফের নয়া বিতর্ক। এবার বিশ্বভারতীর ঐতিহ্য উপাসনা গৃহের সামনে পড়ল বিজেপির দলীয় পতকা। গোটা ঘটনায় ক্ষুব্ধ আশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতীকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে তোপ দেগেছে তৃণমূল।
শুধু তাই নয়, পতাকা লাগানোর সঙ্গে সঙ্গে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমর্থনে পড়েছে পোস্টারও। পোস্টারে লেখা, ‘আমরা অনুপম হাজরা ও উপাচার্য বিদুৎ চক্রবর্তীর পাশে আছি৷’ বিশ্বভারতীর তালধ্বজ বাড়ি, উপাসনা গৃহ, ছাতিমতলার সামনে বেড়া এলাকা জুড়ে এই বিজেপির পতাকা ও পোস্টার পড়েছে। বলাই বাহুল্য, বিশ্বভারতীর ইতিহাসে এঘটনা নজিরবিহীন।
শনিবার সকালেও চোখে পড়ে এ দৃশ্য। তারপরই পতাকা ও পোস্টার খোলার কাজ শুরু করেন বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা। প্রসঙ্গত, বোলপুর সফরে গিয়ে বিশ্বভারতীতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপাসনা গৃহ ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা প্রমুখ। এই ঘটনায় তোপ দাগে তৃণমূল। বিজেপি উপাসনা গৃহের মত পবিত্র স্থানকে ‘কলুষিত’ করেছে বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতৃত্ব।