অস্ট্রেলীয় ওপেন খেলতে আসার আগে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচদের বাধ্যতামূলক নিভৃতবাসে থাকতে হবে অ্যাডিলেডে। শুক্রবার এমনই জানালেন ইভেন্ট আয়োজকরা। অ্যাডিলেডে একটি প্রদর্শনী ইভেন্ট খেলার পরেই মেলবোর্নে এসে ৩১শে জানুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলীয় ওপেনের প্রস্তুতি শুরু করতে পারবেন নাদালরা। অস্ট্রেলিয়ায় ফের করোনার দাপট শুরু হওয়ায় নড়েচড়ে বসেছে সে দেশের সরকার।
প্রসঙ্গত, আগামী ১৫ই জানুয়ারি থেকে একে একে নাদাল, জোকোভিচদের আসার কথা রয়েছে। অস্ট্রেলীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেককেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার আগে পুরুষ এবং মহিলা দুই বিভাগেরই প্রথম তিন খেলোয়াড়কে অ্যাডিলেডে নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিনে অনুশীলনের জন্য সর্বাধিক পাঁচ ঘণ্টা হোটেল রুমের বাইরে থাকতে পারবেন খেলোয়াড়রা। স্টেডিয়ামে গত বারের চেয়ে কম থাকবে সমর্থকসংখ্যা।
এবিষয়ে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেগ টিলে জানিয়েছেন, দ্বিতীয় শহরের ব্যবস্থা করা তাঁদের কাছে জরুরি ছিল। কারণ মেলবোর্নে কোয়ারেন্টাইনে থাকা মানুষের নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। টিলে বলেছেন, “অন্তত ৫০ জনকে কোয়ারেন্টাইন করার জন্য দক্ষিণ অস্ট্রেলীয় সরকারকে অনুরোধ করেছিলাম আমরা। কিন্তু ওরা সেটা করতে চায় না। গোটা শহরের ঝুঁকি ওরা নিতে পারবে না বলে জানিয়েছে।” টিলের সংযোজন, “টুর্নামেন্টের আগে একটা প্রদর্শনী ইভেন্ট করার চেষ্টা করেছিলাম আমরা। তাই ঠিক হয়েছে ২৯ এবং ৩০ জানুয়ারি পুরুষ এবং মহিলা বিভাগের প্রথম তিনজনকে নিয়ে প্রদর্শনী টুর্নামেন্ট হবে।”