গভীর রাতে বিধ্বংসী আগুন মহারাষ্ট্রের হাসপাতালে। আগুন পুড়ে মারা গিয়েছে হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে থাকা ১০ সদ্যোজাত। শুক্রবার প্রায় রাত ২টোর সময় ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মুম্বই থেকে ৯০০ কিলোমিটার দূরে ভাণ্ডারা জেলার একটি হাসপাতালে। ওই হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে ভর্তি ছিল ১৭ শিশু। আগুন লাগার পর দমকলবাহিনী ৭ জনকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় বাকি ১০ শিশু।
হাসপাতালের এক সিভিল সার্জেন প্রমোদ খান্ডাতে সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘শুক্রবার রাত ২টো নাগাদ আগুন লাগে ওই হাসপাতালে। ভান্ডারা জেলা জেনারেল হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সাত শিশুকে সেখান থেকে বের করে আনা হয়। কিন্তু আগুনে পুড়ে ১০ সদ্যোজাতর মৃত্যু হয়েছে।’ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিটি শিশুরই বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে ছিল। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
হাসপাতাল সূত্রে খবর, গভীর রাতে আগুন লাগায় অনেক বেশি কর্মী সেই সময় হাসপাতালে ছিলেন না। কিন্তু যাঁরা ছিলেন তাঁরা শিশুদের বের করে আনার চেষ্টা করেন। ফলে সাতজনকে বের করে আনা সম্ভব হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে আগুনে পুড়ে ১০ সদ্যোজাতর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুদের পরিবার। তাঁদের অভিযোগ, সিক নিউবর্ন কেয়ার ইউনিটে যে ধরনের সুরক্ষা বন্দোবস্ত থাকা উচিত তা ছিল না। সেই সঙ্গে হাসপাতালে কর্মীর সংখ্যাও অনেক কম ছিল।