গত দুই ম্যাচে দুই গোল। শেষ ম্যাচের গোলটি রীতিমতো ঈর্ষণীয়। স্বাভাবিকভাবেই আইএসএলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ব্রাইট এনোবাখারে। ২২ বছর বয়সী এই নাইজেরীয় স্ট্রাইকারকে ঘিরে আত্মবিশ্বাস বাড়ছে লাল-হলুদ শিবিরে। তবে কেবল যে স্ট্রাইকারের ভূমিকাতেই থেমে থাকবেন, সে কথায় নারাজ ব্রাইট। দলের প্রয়োজনে তিনি মাঝমাঠে খেলতেও সম্মত, জানালেন ব্রাইট। ‘‘দলের স্বার্থে সব জায়গায় খেলতে রাজি। সেটা প্রতিপক্ষ ও ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’’ জানিয়েছেন নাইজেরীয় সেন্টার ফরোয়ার্ড।
প্রসঙ্গত, এফসি গোয়ার বিরুদ্ধে ব্রাইটের করা দুর্ধর্ষ গোলটি নিয়ে এখনও চর্চা অব্যাহত ভারতীয় ফুটবলমহলে। সেই গোলকে আইএসএলের সেরা গোল বলেও অভিহিত করছেন অনেকে। যদিও ব্রাইটের মতে ওটা তাঁর সেরা গোল নয়। তিনি বলেছেন, ‘‘১৭ বছর বয়সে আমরা প্রথম ক্লাব ম্যাচে আমি এর চেয়েও ভাল একটা গোল করেছিলাম বার্নেট এফসি-র বিরুদ্ধে। তাই এই গোলটাকেই সেরা বলছি না।’’ উল্লেখ্য, চোটের জন্য শনিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না অ্যান্টনি পিলকিংটন। অধিনায়ক ড্যানি ফক্স গত ম্যাচে লাল কার্ড দেখে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকে। আর হেড কোচ রবি ফাওলারও জোড়া হলুদ কার্ড দেখার জন্য সুনীল ছেত্রী, ফ্রান গঞ্জালেজদের বিরুদ্ধে বেঞ্চে বসতে পারবেন না। ফলত দায়িত্ব সামলাবেন টেকনিক্যাল ডিরেক্টর টনি গ্রান্ট। যদিও ব্রাইট আত্মবিশ্বাসী। গত ম্যাচের মতো টিম স্পিরিট বজায় রেখে খেললে জয় সম্ভব, এমনই মনে করছেন তিনি।
লিগ টেবলের নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৯ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৭। এবার তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। তাদের অবস্থাও খুব একটা সন্তোষজনক নয়। হারের হ্যাটট্রিক করার জন্য চাকরি খুইয়েছেন বেঙ্গালুরু কোচ কার্লস কুয়াদ্রাট। তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী নৌশাদ মুসা। উড়িষ্যার বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর দশ জন হয়ে যাওয়ার পরেও এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল। শনিবার গতবারের সেমিফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নামবে তারা।