অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে বহুদিন ধরেই আলোচনা ও ভাবনা চলছে। এবার সেই পরিকল্পনার পক্ষে সমর্থন জানালেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেল। তিনি দাবি করলেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাট টি-টেনকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করা হোক।
প্রসঙ্গত, আসন্ন আবু ধাবি টি-টেন লিগের চতুর্থ সংস্করণে অংশ নিতে চলেছেন গেল। তার আগে সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, “খুব খুশি হব, যদি টি-টেনকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করা হয়। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ক্রিকেট এতে অনেক বেশি প্রচার পাবে। খেলাটার উন্নতির জন্যেও এটা সদর্থক পদক্ষেপ হবে।” শুধু তাই নয়, গেলের মতে, আমেরিকাতেও এই ফর্ম্যাট চালু করা হলে তা যথেষ্ট জনপ্রিয়তা পাবে। “টি-টেন লিগের জন্য আমেরিকা বিরাট প্ল্যাটফর্ম। তাই ওখানেও খেলাটা হতে পারে। ক্রিকেট সে ভাবে আমেরিকায় পরিচিত নয়। কিন্তু টি-টেন লিগের জন্য খুবই ভাল। ওখান থেকে আর্থিক ভাবেও অনেক লাভ হতে পারে।” জানালেন ‘ইউনিভার্স বস’।
বর্তমানে জামাইকায় নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন গেল। জানিয়েছেন, অল্প কিছুদিনের টি-টেন লিগের জন্য অনুশীলনে নামবেন। “টি-টেন লিগের জন্য কিছুদিন পরেই অনুশীলনে নেমে পড়ব। লোকে আবার আমাকে খেলতে দেখতে পাবে।” জানিয়েছেন তিনি। মাঠে নামার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন ৪১ বছর বয়সী এই জামাইকান তারকা।