একুশের ভোট কি এগিয়ে আসছে? জানা গেছিল, মার্চের শুরুতেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। এবার খবর, সব ঠিকঠাক চললে এপ্রিলের গোড়াতেই বঙ্গে ভোট। করোনা আবহে ভিড় কমাতে সাত দফায় হতে পারে নির্বাচন। এমনটাই চাইছে নির্বাচন কমিশন।
বঙ্গের ভোট ঘিরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে। ফের রাজ্য আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও ভোটার তালিকা পর্যালোচনার জন্য ১২ ও ১৩ জানুয়ারি কলকাতায় আসবেন তিনি।
কজানা গেছে, কমিশন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে চাইছে। যাতে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বাংলায় ভোট শুরু করে দেওয়া যায়। এক মাসের মধ্যে তা শেষ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করে দিতে চায় কমিশন।
২০১৬ বিধানসভা নির্বাচনেও সাত দফাতেই হয়েছিল নির্বাচন। কারণ সেবার মাওবাদী হানার আশঙ্কা ছিল। এবার সেই আশঙ্কা নেই। তবে চাপ বাড়িয়েছে করোনা। তাই বুথে ভিড় কমাতে চায়। তবে এ বছর পাঁচ রাজ্যে ভোট রয়েছে। তাই ভোটে নিরাপত্তারক্ষীবাহিনী কত পাওয়া যাবে সেই ধন্দ রয়েছে। শেষ পর্যন্ত সেই হিসেব কষেই কত দফায় ভোট হবে, তা স্থির করবে কমিশন।
করোনা আবহে ভিড় এড়াতে প্রয়োজনে বুথ বা ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোরকদমে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজও। কমিশন জানিয়েছে, ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে সংশোধিত ভোটার তালিকা। আর তার ঠিক আগে দু’দিন সফরে ফের রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। উদ্দেশ্য, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখা ও ভোটার তালিকা পর্যালোচনা।