শনিবার থেকে জৈব সুরক্ষা বলয়ে ২০২০-২১ মরসুমে আই লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মহমেডান স্পোর্টিং ক্লাব এবং সুদেভা দিল্লী এফসি। সাত বছর পর আবার আই লিগের মূলপর্বে খেলতে নামছে সাদা-কালো শিবির। আই লিগের নতুন দল সুদেভা দিল্লী এফসি-র বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামতে চায় মহমেডান স্পোর্টিং।
আই লিগে নতুন দল সুদেভা দিল্লী এফসি। পিন্টু মাহাতো, কেন লুইসের মতো আই লিগে খেলা ফুটবলার দিল্লীর দলটির বড় ভরসা। সুদেভার কোচ চেঞ্চো দরজি জানান, ” আমাদের তরুণ দল কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশাও রয়েছে অনেক। আমরাও জয় দিয়েই মরসুম শুরু করতে চাই।”
লিগের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। ডিফেন্সে কিংসলে, মাঝমাঠে বাংলাদেশের জামাল ভুইঞাঁ, সামনে রাফায়েল এই তিন বিদেশিকে সামনে রেখেই দল সাজাচ্ছেন সাদা-কালো কোচ হোসে হেভিয়া। পাশাপাশি অরিজিৎ বাগুই, নিখিল কদমের মতো ফুটবলার ভরসা সাদা-কালো টিডি শঙ্করলাল চক্রবর্তীর। প্রথম ম্যাচে নামার আগে মহমেডান কোচ জানান, “আমাদের প্রত্যেক ফুটবলার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। আই লিগ কোয়ালিফায়ারের মতোই মাঠে সেরাটা দেবে। ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবে তারা। ম্যাচে আধিপত্য ধরে রেখে তিন পয়েন্ট আমাদের লক্ষ্য। “