নির্বাচন কমিশনের তরফে এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। আর এই আবহে রোজই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। শনিবারও বিজেপিকে একহাত নিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল সাংসদ সৌগত রায়। নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
শনিবার রামলীলা ময়দান থেকে করোনার ভ্যাকসিন থেকে কৃষক আইন-বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন ফিরহাদ। বলেন, ‘ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কোনও বিজেপি নেতা এগিয়ে আসেননি। শুধু সমালোচনা করে চলেছেন।’ বিজেপি কৃষকদের অধিকার হরণ করছে বলেও তোপ দাগেন তিনি। অভিযোগ করেন, গেরুয়া শিবির জোর করে মিডিয়ার মুখ বন্ধ করাতে চাইছে।
অন্যদিকে, বরানগরের সভা থেকে কেন্দ্র ও বিজেপি নেতাদের আক্রমণ করেন সৌগত রায়। লাভ জিহাদ ও গো হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘গো হত্যা বাংলায় বেআইনি নয়। আর তা হতেও দেবে না তৃণমূল। লাভ জিহাদ নিয়ে মামলা হয়েছে। তবে সে বিষয়ে এখনও কোনও রায় ঘোষিত হয়নি। বাংলায় ধর্মনিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতির লড়াই চলছে। একুশে মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা কী চান।’
এরপরই সরাসরি মোদীকে আক্রমণ করেন সৌগত। তাঁর কটাক্ষ, ‘দাঁড়ি রেখে রবীন্দ্রনাথ হওয়ার চেষ্টা করছেন মোদী। এসব করে কোনও লাভ নেই।’ মোদীর বাংলা কবিতা উচ্চারণে সমস্যা প্রসঙ্গে আলোচনার পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘মোদী বাংলা কবিতা বলছেন, কিন্তু তা ভুল! এভাবে বাঙালি হওয়ার চেষ্টা করছেন। উনি কোনওদিন সঠিকভাবে বাংলায় কবিতা বলতে পারলে তৃণমূলের হয়ে আর সওয়াল করব না।’