সবার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা ভ্যাকসিন নেওয়া উচিত। তারপর তা দেশের বাকিদের দেওয়া হোক। এমনই আরজি জানালেন আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব। তাঁর কথায়, ‘‘আগে প্রধানমন্ত্রী কোভিড-১৯ ভ্যাকসিন নিন। তারপর আমরাও নেব।’’ ক’দিন আগেই বিহারের কংগ্রেস নেতা অজিত শর্মাও এমনই দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, মোদী-সহ বিজেপির নেতারা আগে ভ্যাকসিনের ডোজ নিলে দেশবাসীদের আত্মবিশ্বাস বাড়বে। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের বিরোধীপক্ষের এই নেতা।।
কোভ্যাক্সিন নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃতীয় দফার ট্রায়ালের আগেই সম্মতি দেওয়া হয়েছে এই টিকাকে। সরকার তাড়াহুড়ো করে এমনটা করেছে বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস-সহ দেশের অনেক বিরোধী দলই। এদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ভ্যাকসিনকে ‘বিজেপির ভ্যাকসিন’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন। পরে অবশ্য তিনি বলেন, বিজ্ঞানীদের কোনও অসম্মান করেননি তিনি। কেবল সরকারের দায়িত্ববোধের সমালোচনা করতেই এমনটা বলেছেন। সব মিলিয়ে টিকাকরণ শুরুর আগেই বিরোধীদের সম্মিলিত সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে গেরুয়া শিবিরকে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি হয়তো দেশে শুরু হয়ে যাবে টিকাকরণ। তার আগে আজ শুক্রবার সারা দেশের ৭৩৬টি জেলায় শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ড্রাই রান। ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে। তার মধ্যেই বিরোধী নেতাদের কটাক্ষ বিতর্কে নতুন মাত্রা যোগ করল।