মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে তাদের বিনিয়োগকারী সংস্থা ‘বাঙ্কারহিল’-এর দীর্ঘ টানাপোড়েন চলছিল। ময়দান সূত্রে শোনা যাচ্ছিল এমনটাই। শেষমেশ মিটতে চলেছে সমস্যা। বৃহস্পতিবার সাদা-কালো কর্তাদের সঙ্গে আলোচনার জন্য এসেছিলেন বিনিয়োগকারী সংস্থার অন্যতম কর্তা দীপক কুমার সিংহ। দুই পক্ষের ম্যারাথন আলোচনার পর মিলল সমাধান সূত্র বেরিয়ে আসার সম্ভাবনা। ফলে আগামী ৯ই জানুয়ারি সুদেভা এফসি-র বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু করার আগেই মহমেডান ও বিনিয়োগকারীদের মধ্যে যাবতীয় সমস্যা মিটে যাবে বলে মনে করা হচ্ছে। ইনভেস্টর হিসেবে হয়তো আগের মতোই বহাল থাকছে ‘বাঙ্কারহিল’, ময়দান সূত্রে খবর।
যেহেতু পুরো বিষয়টার সঙ্গে ক্লাবের ঐতিহ্য ও ইতিহাস জড়িয়ে, তাই আগামী কয়েকদিন দুই পক্ষের মধ্যে আরও কয়েকদফা আলোচনা হবে, এমনটাই জানা গিয়েছে। কিন্তু কোন কোন ইস্যুতে ব্যাপারটা আটকে রয়েছে ? ‘‘শেয়ার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে জটের পাশাপাশি ক্লাব ও কোম্পানি সংক্রান্ত বিষয়েও জটিলতা ছিল। আমাদের ক্লাব সোসাইটি রেজিস্ট্রেশন নিয়মের আওতায়। তবে বিনিয়োগকারীরা মহমেডান স্পোর্টিং প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। তাই বারবার আলোচনার মাধম্যে সেগুলো কেটে যাবে বলে আশা রাখছি। তাছাড়া আমাদের ক্লাবের ব্র্যান্ডিং বিনিয়োগকারী কীভাবে ব্যবহার করবে সেই বিষয়ে আরও স্পষ্ট ধারণা প্রয়োজন। এই ইস্যু নিয়ে এদিন একদফা আলোচনা হয়েছে।’’ জানিয়েছেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি।
এদিকে সমস্যার পুরোপুরি সুরাহা করে ফের নতুনভাবে কাজ করার ব্যাপারে আশাবাদী বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংহ। ‘‘চূড়ান্ত চুক্তি সময়মতো না হওয়ার জন্য আমরা পিছিয়ে আসতে চাইছিলাম। তবে এদিনের আলোচনা যথেষ্ট ইতিবাচক। ক্লাব কর্তারাও পেশাদারি মানসিকতা নিয়ে ব্যাপারটা দেখছে। সবকিছু ঠিকঠাক থাকলে আই লিগ শুরু হওয়ার আগেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে।’’ জানিয়েছেন দীপক।