রেফারিং নিয়ে ক্ষোভ তো ছিলই। এবার সেই বারুদে যেন ফের আগুন পড়ল গোয়া ম্যাচের পর বার বার আইএসএলে খারাপ রেফারিংয়ের শিকার হতে হচ্ছে তাদের, দাবি করেছে ইস্টবেঙ্গল। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল এর দ্বারস্থ লাল-হলুদ শিবির। বুধবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করার পর ফের একবার রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। অসন্তুষ্ট দলের খেলোয়াড়রাও।
এদিন তিলক ময়দানে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে ৫৬ মিনিটে সরাসরি লাল কার্ডের শিকার হন ইস্টবেঙ্গল ডিফেন্ডার ড্যানিয়েল ফক্স। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি লাল-হলুদ শিবির। ভিডিও ফুটেজ বারবার খতিয়ে দেখা হয়। আদৌ ফাউলটি লাল কার্ডের যোগ্য ছিল কিনা, তা নিয়ে ওঠে প্রশ্ন। এসসি ইস্টবেঙ্গলের দাবি, রেফারির ওই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এমনকী ব্রাইটের দ্বিতীয় গোলটি বাতিল করেন রেফারি। যা নিয়েও অসন্তোষ চরমে। রিপ্লে-তে পরিষ্কার দেখা গিয়েছে, কোনওভাবেই মহম্মদ নওয়াজকে স্পর্শ করেননি ইস্টবেঙ্গল মিডফিল্ডার সুরচন্দ্র সিংহ।
উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার রেফারিং নিয়ে অভিযোগ জানাল ইস্টবেঙ্গল। ৯ ম্যাচ খেলে এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ৭। লিগ টেবলে নবম স্থানে দাঁড়িয়ে তারা।