‘ধ্বংসের রাজনীতি চলছে। বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা দল বদলাচ্ছেন, তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই।’ শুক্রবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে বিঁধে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলার উন্নয়নের কথা কেউই ভাবেন না। যাঁরা দল বদলাচ্ছেন তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই। পার্থ এ-ও দাবি করেন, ‘দেশের নিরিখে বাংলায় বেকারত্বের সংখ্যা কমেছে। মমতার নেতৃত্বে বাংলার উন্নয়ন অব্যাহত। স্বাস্থ্যসাথী প্রকল্পে ঐতিহাসিক সাফল্য এসেছে।’
এদিন বিজেপিকে আক্রমণ করে মন্ত্রী বলেন, রাজ্যে ধ্বংসের রাজনীতি চলছে৷ গণতন্ত্রে নয়, বাহুবলে বিশ্বাসের রাজনীতি আমদানি চলছে৷ বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ খবরে ভেসে থাকতে বিরোধীরা চক্রান্ত করছে। চ্যালেঞ্জ নিয়ে সর্বত্র উন্নয়ন চলছে। উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা চলছে। কেউ এসে উন্নয়নের কথা বলছেন না। নিজেদের প্রতিষ্ঠার জন্য সংবিধানকে আঘাত করছে। বাইরে থেকে এসে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। নাম না করে শুভেন্দুকেও নিশানা করে পার্থ বলেন, যাঁরা দল বদল করছেন তাঁদের কোনও অ্যাজেন্ডা নেই। তাঁরা ইতিহাস তৈরি করতে পারেন না। নিজেদের প্রতিষ্ঠার জন্য দেশের সংবিধানে আঘাত হানছেন তাঁরা।